
ফাইল ছবি
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ১৯ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের লেনদেন হয়েছে ১১ কোটি ৯০ লাখ ৩৪ হাজার টাকার। ১১ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পেপার প্রসেসিং, সাইনপুকুর সিরামিক, আইএফআইসি ব্যাংক , ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, কাট্টালী টেক্সটাইল ও ফু-ওয়াং ফুড লিমিটেড।
দরবৃদ্ধির শীর্ষে বিডি ল্যাম্পস
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৯ প্রতিষ্ঠানের মধ্যে ১৯৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পস পিএলসি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচ আর টেক্সটাইলের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা স্টাইলক্রাফটের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড, হামিদ ফেব্রিক্স, ইউসিবি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, হাক্কানি পাল্প ও দেশ গার্মেন্টস লিমিটেড।
দেশবন্ধু পলিমারের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া ৩৯৯ প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ১৩৩ কোম্পানির। এদিন দর পতনের শীর্ষে ওঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ২০ বা ৫ দশমিক ২৪ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
আরও পড়ুন>>>বুধবার লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যেসব কোম্পানি
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের শেয়ারদর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬২ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা গোল্ডেন হারভেস্ট এগ্রোর শেয়ারদর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বিএটিবিসি, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, হামি ইন্ডাস্ট্রিজ, নিটল ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।