Apan Desh | আপন দেশ

সাপ্তাহিক লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:০৩, ১ মার্চ ২০২৫

সাপ্তাহিক লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

ফাইল ছবি

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদেয়ী সপ্তাহে (২৩ ফেব্রুয়ারি-২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৮ কোম্পানির মাধ্যে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ০২ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ২৭ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকস সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ০৬ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো ফু-ওয়াং ফুড, বীচ হ্যাচারি, অগ্নি সিস্টেমস, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম, রবি, সানলাইফ ইনস্যুরেন্স ।

এস আলম কোল্ড রোল্ডের শেয়ারদর বেড়েছে ৫৩ শতাংশ

বিদায়ী সপ্তাহে (২৩ ফেব্রুয়ারি-২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৫৩ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৬০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বসুন্ধরা পেপার মিলসের শেয়ারদর বেড়েছে ৪৭ দশমিক ৬৯ শতাংশ। আর ৩৭ দশমিক ৫০ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে আরামিট সিমেন্ট।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আরএসআরএম স্টিল, সাফকো স্পিনিং, শাইনপুকুর সিরামিকস, সন্ধানী ইন্স্যুরেন্স, ইউসিবি, সী-পার্ল ও পেনিনসুলা চিটাগং।

সাপ্তাহিক দরপতনের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (১৬ ফেব্রুয়ারি-২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৬৮ টাকা ২০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর কমেছে ৮ দশমিক ২৬ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ৮ দশমিক ৬ শতাংশ।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- শার্প ইন্ডাস্ট্রিজ, নিউলাইন ক্লোথিংস, কেয়া কসমেটিকস, প্রিমিয়ার লিজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন ও ওয়েস্টার্ণ মেরিন শিপ ইয়ার্ড।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়