
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। তার ঘোষণাকৃত শেয়ারের বাজারদর সাড়ে ৩২ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির এমডি তপন চৌধুরী ১৫ লাখ করে শেয়ার ক্রয় করবেন। মঙ্গলবার (০৪ মার্চ) শেয়ারটির দর সর্বোচ্চ ২১৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে। সে অনুযায়ী ক্রয়ের ঘোষণাকৃত শেয়ারের বর্তমান বাজার মূল্য ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক/ব্লক মার্কেট থেকে ঘোষণাকৃত শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ক্রয় সম্পন্ন করবেন তিনি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।