Apan Desh | আপন দেশ

বিএসইসি চেয়ারম্যান-সদস্যদের পদত্যাগের সময় দিল বিএসইসি কর্মকর্তারা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৫২, ৫ মার্চ ২০২৫

আপডেট: ২১:০৬, ৫ মার্চ ২০২৫

বিএসইসি চেয়ারম্যান-সদস্যদের পদত্যাগের সময় দিল বিএসইসি কর্মকর্তারা

ছবি: আপন দেশ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অভ্যন্তরীণ সংকট চরম আকার ধারণ করেছে। নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন সংস্থার কর্মকর্তারা। 

তারা কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ দাবি করেছেন। তাদের চার দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছেন। দাবি মানা না হলে বৃহস্পতিবার (০৭ মার্চ) থেকে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়েছে।

চার দফা দাবি হলো- ১. নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের নির্দেশ প্রত্যাহার। ২. বিতর্কিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কর্মকর্তাদের শোকজ বন্ধ ও পূর্বের শোকজসমূহ প্রত্যাহার করে ক্ষমা চাওয়া। ৩. ১২৭ জনের নিয়োগ বিষয়ে আইনজীবী নিয়োগ ও তিন দিনের মধ্যে আপিল করে কমিশনের অবস্থান স্পষ্ট করা। ৪. কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন ও অপেশাদার আচরণ বন্ধ করা।

বুধবার (০৫ মার্চ) বিএসইসিতে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাহী পরিচালক মাহবুব আলম এসব দাবি উত্থাপন করেন। এ সময় নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ আনোয়ারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বর্তমান কমিশন বিধিবহির্ভূত কাজ করছে। কমিশনের সদস্যরা প্রমাণ ছাড়া কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেন। যা মানসিকভাবে বিপর্যস্ত করছে কর্মকর্তাদের।

তিনি বলেন, বিএসইসির বিধিমালা অনুসারে কমিশনের গঠিত সাম্প্রতিক তদন্ত কমিটি কোনো এখতিয়ার নেই কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করার। এটি অ্যাক্ট ও অর্ডিন্যান্সের আওতায় গঠিত। এ ধরনের কমিটির কাজ সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তদন্ত করা, তদন্তে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেটি সিভিল নাকি ক্রিমিনাল অফেন্স তা উল্লেখ করে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা। কমিশনের কর্মকর্তা-কর্মচারিদের দোষী সাব্যস্ত করা এ কমিশনের কাজ না।

তিনি আরও বলেন, অ্যাক্ট ও অর্ডিন্যান্সের আওতায় গঠিত কমিটির সুপারিশকে সার্ভিস রুলের আওতায় এনে কর্মকর্তা-কর্মচারীদেরকে শোকজ করা যায় না। আজকে আমরা এটাই কমিশন বুঝাতে চেষ্টা করেছি, কিন্তু কমিশন বলেছে, তারা ঠিক আছে।

মাহবুব আলম বলেন, শোকজ করে তা মিডিয়ায় দিয়ে আমাদেরকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে, মিডিয়া ট্রায়ালের সামনে আনা হচ্ছে।

তিনি বলেন, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেয়া যাবে। তবে সে তদন্ত হতে হবে সার্ভিস রুলের আওতায়, আর যে পদের কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত হবে তার উচ্চতর পদের কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠিত হবে। কিন্তু বাইরের কাউকে দিয়ে তদন্ত করা সার্ভিসরুল পরিপন্থী ও আমাদের জন্য লজ্জাজনক।

আজ দুপুরে বিনিয়োগকারীদের একটি সংগঠনের ব্যানারে কিছু ব্যক্তি আগারগাঁওয়ে বিএসইসি ভবনের সামনে অবস্থান নেন। পরিস্থিতি নাজুক হয়ে উঠলে সেনা সদস্যরা ভবনের নিয়ন্ত্রণ নেয় ও প্রবেশ বন্ধ করে দেয়। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিকালে চেয়ারম্যান ও কমিশনাররা অফিস ত্যাগ করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়