
ফাইল ছবি
দীর্ঘদিন যাবত দাম বৃদ্ধির তালিকার নেতৃত্বে ঘুরেফিরে অবস্থান করছে ‘জেড’ ও ‘বি’ ক্যাটাগরির শেয়ার। বৃহস্পতিবার (০৬ মার্চ) দীর্ঘদিনের সে ধারাবাহিকতা ভেঙ্গে দাম বৃদ্ধির নেতৃত্বে উঠে এসেছে ‘এ’ ক্যাটাগরির শেয়ার। যেটি হলো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি-ডেসকো।
ঢাক স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ডেসকোর শেয়ার সর্বোচ্চ দাম বৃদ্ধির শিরোপা নিয়ে শীর্ষ স্থান দখল করেছে। ডিএসইতে মাত্র একটি কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হওয়ার গৌরব অর্জন করেছ। সেটি হলো ডেসকো।
ডিএসইতে ডেসকো শেয়ারের দাম বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। কোম্পানিটির শেয়ার এদিন ২৪ টাকা ২০ পয়সা থেকে ২৬ টাকা ৫০ পয়সায় উঠেছে। আগেরদিন শেয়ারটি লেনদেন হয়েছে ২৪ টাকা ১০ পয়সায়।
এদিন ডিএসইতে ডেসকোর শেয়ার লেনদেন হয়েছে ১৭ লাখ ২৫ হাজার ৩৮৪টি। যার বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ ৬৫ হাজার টাকা। ডিএসইতে কোম্পানিটির শেয়ার গত দুই বছরের মধ্যে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে। গত দুই বছরের মধ্যে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ লেনদেন হয়েছিল ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি। সেদিন লেনদেন হয়েছিল ৫ লাখ ৯৪ হাজার ৪৫১টি শেয়ার।
কোম্পানিটি ২০২৩ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিলেও ২০২৪ সালে কোন ডিভিডেন্ড দেয়নি। ২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১২ টাকা ৭২ পয়সা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।