Apan Desh | আপন দেশ

রোববার লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৪২, ৯ মার্চ ২০২৫

রোববার লেনদেন, দরবৃদ্ধি, দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

ফাইল ছবি

দর বৃদ্ধির শীর্ষে তিতাস গ্যাস

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৯ প্রতিষ্ঠানের মধ্যে ৫৮ টির দর বেড়েছে। সবচেয়ে বেশি দর বেড়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৭.২৮ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৭.১৪ শতাংশ। আর ৫৩ টাকা ৩০ পয়সা বা ৫.২১ শতাংশ দরবৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এইচ আর টেক্সটাইলস, সাউথইস্ট ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বিডি থাই, ফারইস্ট নিটিং, ডেসকো, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড।

লেনদেনের শীর্ষ ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ১৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রি । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৬ লাখ ৯১ হাজার টাকার। ১৩ কোটি ৫৪ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বীচ হ্যাচারি, বীচ হ্যাচারি, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, রবি আজিয়াটা, হাক্কানী পাল্প ও খান ব্রাদার্স।

দর পতনের শীর্ষ আলিফ ইন্ডাস্ট্রি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ২৭৪টির দর কমেছে। সবচেয়ে বেশি দর কমেছে আলিফ ইন্ডাস্ট্রির ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭ টাকা ৪০ পয়সা বা ৯.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এ কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোল এর দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯.৪৫ শতাংশ। আর ১ টাকা ৫০ পয়সা বা ৮.১১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মিডল্যান্ড ব্যাংক ।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপার মিল ৮.০৮ শতাংশ, রতনপুর স্টিল রি রোলিং মিল ৬.৬৭ শতাংশ, ইন্দো বাংলা ফার্মা ৬.৪০ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৫.৯৭ শতাংশ, তশরিফ ইন্ডাস্ট্রি ৫.৫০ শতাংশ, হামি ইন্ডাস্ট্রি ৫.৩৮ শতাংশ ও ন্যাশনালহাউজিং ৫.১৫ শতাংশ কমেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়