
ফাইল ছবি
লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিক
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক লিমিটেড।
বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, শাইনপুকুর সিরামিকের ২০ কোটি ৪২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা একমি পেস্টিসাইডসের আজ ১৫ কোটি ৬৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৭৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বেক্সিমকো ফার্মা।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, এস.আলম কোল্ড, ফু-ওয়াং ফুড ও গোল্ডেন হার্ভেস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে মাইডাস ফাইন্যান্সিং
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৩৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্সিং পিএলসি।
বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৮০ পয়সা বা ৯ দশমিক ৩০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ০৯ শতাংশ। আর ৬ দশমিক ৮১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইড, সামিট পাওয়ার, ইস্টার্ণ লুব্রিকেন্টস, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা, বিবিএস ও আইসিবি।
ইউসিবির সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৯৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯০ পয়সা পয়সা বা ৬ দশমিক ৯২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫ দশমিক ৮৮ শতাংশ। আর ৫ দশমিক ৭১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, বসুন্ধরা পেপার, হাক্কানি পাল্প, আলিফ ইন্ডাস্ট্রিজ, জিল-বাংলা সুগার মিল ও ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।