
ফাইল ছবি
আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৫ মার্চ) ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। তবে সূচক বাড়লেও আজ লেনদেনে বড় পতন দেখা গেছে। আগেরদিন ডিএসইতে পাঁচ’শ কোটির বেশি লেনদেন হলেও আজ চার’শ কোটির নিচে নেমে গেছে।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ প্রধান প্রধান সূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম। সিএসইতে আজ আগেরদিনের তুলনায় লেনদেনও অনেক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার
আজ ডিএসইর প্রধান সূচক ১৭.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১.৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫০৪ কোটি ২৬ লাখ টাকার। লেনদেন কমেছে ১১৭ কোটি ৭৯ লাখ টাকা।
এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২২০টির, কমেছে ৯৭টির এবং পরিবর্তন হয়নি ৮০টির।
চিটাগাং স্টক এক্সচেঞ্জের বাজার
সিএসইতে আজ ২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩৮ লাখ টাকার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০টির, কমেছে ৬৬টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫৮ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ১৭.৮২ পয়েন্ট।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।