Apan Desh | আপন দেশ

ছুটি শেষে ব্যাংক, বিমা-শেয়ারবাজার খুলছে কাল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৭, ৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৩৮, ৫ এপ্রিল ২০২৫

ছুটি শেষে ব্যাংক, বিমা-শেয়ারবাজার খুলছে কাল

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) থেকে আবারো কর্মচাঞ্চল্য ফিরে আসছে দেশের আর্থিক খাতে। এদিন খুলছে দেশের সব ব্যাংক, বিমা কোম্পানি ও শেয়ারবাজার।

রোববার প্রথম কর্মদিবসে ব্যাংক, বিমা এবং শেয়ারবাজার খুলে যাওয়ায় আবারও গতি ফিরবে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাতে।

ঈদের সরকারি ছুটির আগে গত ২৮ ও ২৯ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি। ঈদের পরবর্তী ৪ ও ৫ এপ্রিলও ছিল শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানসহ দেশের আর্থিক খাতের অফিসগুলো ছিল বন্ধ।

আরওপড়ুন<<>>সবজি-মুরগির দাম কমলেও পেঁয়াজের দাম বাড়তি

ঈদের ছুটির আগ পর্যন্ত রমজান মাসে শেয়ারবাজার লেনদেনের সময় ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চলতো ১টা ৫০ মিনিট পর্যন্ত।

তবে ছুটি শেষে রোববার থেকে শেয়ারবাজার লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ২টা ২০ থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন। এ সময় শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না, তবে ক্লোজিং দামে শেয়ার কেনাবেচা করা যাবে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়