
ফাইল ছবি
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২ বছর মেয়াদি নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বন্ডটির নাম '02Y BGTB 09/04/2027'। ডিএসইতে এর লেনদেন কোড 'TB2Y0427' এবং স্ক্রিপ্ট কোড '88533'। সিএসইতে লেনদেন কোড একই ও ট্রেডিং আইডি '50299'।
এ বন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদি সরকারি সিকিউরিটিতে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। যা পুঁজিবাজারে বৈচিত্র্য আনার পাশাপাশি সরকারের ঋণ ব্যবস্থাপনায় সহায়ক হবে।
বন্ডটির কুপন হার বা সুদের হার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। তবে সাধারণত সরকারি ট্রেজারি বন্ডে বছরে দুইবার কুপন প্রদান করা হয়। বিনিয়োগকারীরা বন্ডটির লেনদেন কোড ও স্ক্রিপ্ট কোড ব্যবহার করে ডিএসই ও সিএসই প্ল্যাটফর্মে লেনদেন করতে পারবেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।