
ছবি: আপন দেশ
স্ত্রী ও মেয়েকে ৩০ লাখ শেয়ার উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন ক্রাউন সিমেন্টের উদ্যোক্তা ও কোম্পানিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এর আগে ছেলেকে ১৫ লাখ শেয়ার উপহার দেয়ার দেয়ার ঘোষণা দেন তিনি।
তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার শেয়ার হস্তান্তর অথবা বিক্রির বিষয়টি মূল্য সংবেদনশীল হওয়ায় বুধবার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
ডিএসই জানিয়েছে, জাহাঙ্গীর আলম তার স্ত্রী মাসুমা বেগম এবং মেয়ে সাদমান সাইকা সেফাকে ১৫ লাখ করে মোট ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এই শেয়ার হস্তান্তর করা হবে।
আরওপড়ুন<<>>শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না প্রাইম ফাইন্যান্স
এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) ছেলে সালেহীন মুশফিক সাদাফকে ১৫ লাখ শেয়ার উপহার দেয়ার ঘোষণা দেন জাহাঙ্গীর আলম। এ শেয়ারও আগামী ৩০ এপ্রিলের মধ্যে উপহার হিসেবে হস্তান্তর করা হবে।
এদিকে, জাহাঙ্গীর আলমের ভাই এবং ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর কবির মঙ্গলবার তার স্ত্রী-সন্তানদের প্রায় ৬০ লাখ শেয়ার উপহার দেয়ার ঘোষণা দেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, আলমগীর কবির তার স্ত্রী কামরুন নাহারকে ১৫ লাখ শেয়ার উপহার দেবেন। দুই ছেলের মধ্যে সোলায়মান কবিরকে ২৯ লাখ ৭০ হাজার ও রায়হানুল কবিরকে ৫ লাখ শেয়ার উপহার দেবেন। এছাড়া দুই মেয়ে রাইসা কবির ও নুসাইবা কবিরকে ৫ লাখ করে শেয়ার উপহার দেবেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।