
ফাইল ছবি
শেয়ারবাজারে টানা দরপতনের প্রতিবাদে বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।
বিনিয়োগকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবি জানিয়ে এ কর্মসূচি পালন করবেন।
বিসিএমআইএ-এর মুখপাত্র মো. নুরুল ইসলাম মানিক জানিয়েছেন, শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনের ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতির জন্য বিএসইসি চেয়ারম্যানকে দায়ী করে তার অপসারণের দাবি জানানো হয়েছে। বিক্ষোভে সকল বিনিয়োগকারী ও অংশীজনদের অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।
এর আগে শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা বুধবার (২২ এপ্রিল) রাজধানীর মতিঝিলে বিক্ষোভ করেছেন। বাংলাদেশ শেয়ারবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃত্বে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি একটি জাতীয় স্টক এক্সচেঞ্জ গঠনের আহবান জানান ।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, টানা দরপতনের ফলে প্রতিদিন বিনিয়োগকারীদের শেয়ার ফোর্সড সেল করা হচ্ছে, যা অনেককে নিঃস্ব করে দিচ্ছে। তাদের দাবি, বিএসইসির বর্তমান নেতৃত্বের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নেই। তারা শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন ।
এছাড়া, বিনিয়োগকারীরা সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে শেয়ারবাজারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানান ।
বিনিয়োগকারীদের এ বিক্ষোভ শেয়ারবাজারে চলমান সংকটের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা আশা করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।