Apan Desh | আপন দেশ

প্রথম দুই ঘণ্টায় লেনদেনে ধীরগতি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪০, ২৪ এপ্রিল ২০২৫

প্রথম দুই ঘণ্টায় লেনদেনে ধীরগতি 

ছবি : আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেনে ধীরগতি দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৯৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ৯৮ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৪০ পয়েন্ট কমে যথাক্রমে ১১১৩ ও ১৮৫৬ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৭৪ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২ কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/ জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়