Apan Desh | আপন দেশ

টানা দরপতনে আতংকে শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫২, ১৪ জুন ২০২৩

আপডেট: ১৯:৩৩, ১৪ জুন ২০২৩

টানা দরপতনে  আতংকে শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীরা

ফাইল ছবি

চলতি সপ্তাহের চার কার্যদিবসে টানা কমেছে সূচক। ফলে লেনদেনও মূল্য কমেছে বেশিরভাগ শেয়ারে। সূচক ও লেনদেনের ধারাবাহিক পতনে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা। টানা পতনে শেয়ারবাজার কোন পথে হাঁটছে এমন প্রশ্ন জেগেছে বিনিয়োগকারীদের মাঝে।

জানা গেছে, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে।  ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮১ পয়েন্টে।

 ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, দর কমেছে ১১৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির। ডিএসইতে ৭২৩ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৪ কোটি ১৯ লাখ টাকা বেশি। 

ডিএসই সূত্রে  জানা গেছে, শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে সোনালী লাইফ ইন্সুরেন্সের।  মঙ্গলবার সোনালী লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১০৫ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৫ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ টাকা ৫০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ  অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৩৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৯.২০ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৮.৭৭ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৮.৬৯ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ৮.১২ শতাংশ, চাটার্ড লাইফ ইন্সুরেন্সের ৭.৫৫ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুন্সের ৭.৪২ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৩.৯০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৭.৪২ শতাংশ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৭.২৩ শতাংশ শেয়ারদর কমেছে।

আপনদেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়