ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
বিশ্বের বিভিন্ন শহরে প্রতিদিনই বাড়ছে বায়ুদূষণ। সে তালিকায় রয়েছে ঢাকাও। তবে গত কয়েকদিন বৃষ্টির পর ঢাকার বাতাসের মানের উন্নতি হলেও আবারও বায়ুদূষণ বাড়ছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১০৩ স্কোর নিয়ে ১২তম অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৭৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, ১৩৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশীয়ার জাকার্তা শহর, ১৩৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে ভারতের দিল্লি এবং ১৩০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মিশরের কায়রো।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
১১:৪৬ এএম, ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার