বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে এ মাইলফলক স্পর্শ করে। এ সময় প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ হাজার ২০৯ ডলার। স্বর্ণের এত দাম আগে কখনও দেখিনি বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদের হার কমানোর ইঙ্গিত দিযেছে। ফলে বাড়ছে সোনার দাম। পাশাপাশি ভূরাজনৈতিক কারণেও নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে মানুষ ঝুঁকছেন স্বর্ণের দিকে। এদিকে, চলতি বছর প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা।
০৮:৫৫ পিএম, ২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার