বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা কাজী ওয়াহিদ হচ্ছেন রূপালী ব্যাংকের এমডি!
স্বৈরাচারের দোসরমুক্ত করতে গিয়ে ‘চোর তাড়িয়ে ডাকাত ডাকা’র মতো গল্পের চক্করে ঘুরছে রূপালী ব্যাংক পিএলসি। রাষ্ট্রায়ত্ব এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়ে চলছে তুঘলকি কাণ্ড। কেন্দ্রীয় ব্যাংক এ পদে তালাশ করছিল নির্ভেজাল পরিশুদ্ধ খাঁটি ব্যাংকার। একজন পেয়েছিলো বটে কিন্তু তিনি কবিতা লিখেন নব্য স্বৈরাচারকে নিয়ে। বহুত খোঁজে বের করেছেন আরেকজনকে। তিনি তার চেয়েও একধাপ এগিয়ে। স্বৈরাচারের শুধু ভক্তই না রীতিমতো আশির্বাদপুষ্ট। বঙ্গবন্ধু পরিষদ নেতা।
০৫:৪২ পিএম, ২৫ নভেম্বর ২০২৪ সোমবার