Apan Desh | আপন দেশ

ব্যাংক ঋণ

বিতর্কিত দুই ডেপুটি গভর্নরের কারিশমা, ঝুঁকিতে কেন্দ্রীয় ব্যাংক

বিতর্কিত দুই ডেপুটি গভর্নরের কারিশমা, ঝুঁকিতে কেন্দ্রীয় ব্যাংক

অন্তর্বর্তী সরকার পার করল দুই মাস। এরই মধ্যে রাষ্ট্রের বিভিন্ন খাত স্বৈরাচারের দোসরমুক্ত করা হচ্ছে। উন্মোচিত হচ্ছে দুর্নীতির চিত্র। লোপাটকারীদের চিহ্নিত করা হচ্ছে। নিষেধাজ্ঞা আসছে তাদের দেশত্যাগে। তবে এখনো দেশের কেন্দ্রীয় ব্যাংক পুরোপুরি হাসিনার দোসরমুক্ত হয়নি। একচুল নড়েনি আবদুল হামিদের নেকনজরের কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ দুই কর্মকর্তা। এরা বিশেষ মিশন নিয়ে ডেপুটি গভর্নর নিযুক্ত হয়েছিলেন গত সরকারের `বিশেষ বিবেচনায়`। এদের একজন ১৯ বছরে বিএসসি পাশ করা নূরুন নাহার, অন্যজন ড. হাবিবুর রহমান। অভিযোগ উঠেছে, ড. ইউনূস সরকারের ভেতরের সিদ্ধান্ত আগেভাগেই জেনে যাচ্ছে লুটেরাগোষ্ঠী।

১১:৫৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement