বরগুনায় ব্রিজ ভেঙে ৯ কনেযাত্রী নিহত যে কারণে
বরগুনার আমতলিতে লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাসের ৯ কনেযাত্রী নিহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। একসঙ্গে এত মানুষের মৃত্যুতে দেখা দিয়েছে প্রশ্ন। ঝুঁকিপূর্ণ একটি সেতু দীর্ঘদিনেও কেন সংস্কার করা হলো না? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খামখেয়ালির কারণেই ব্রিজ ভেঙেছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান, ২০০৮ সালে যখন ব্রিজটি নির্মাণ করা হয়, তখন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। কিন্তু তাতে কোনো গুরুত্বই দেয়া হয়নি। এরপরও নির্মাণ করা হয়। গত ১৬ বছরে একবারের জন্যও সেতুটি সংস্কার করা হয়নি।
০৮:২৫ পিএম, ২৪ জুন ২০২৪ সোমবার