৬২৫ কোটি টাকা লোকসানে নগদ, শেয়ার বাজার থেকে তুলছে ৫১০ কোটি
নগদ। লোগো দেখলেই মনে হবে এটি রাষ্ট্র নিয়ন্ত্রিত বাংলাদেশ ডাক বিভাগের একটি সহযোগি প্রতিষ্ঠন। কিন্তু তা না।নগদের সেবাটি ডাক বিভাগের বলে প্রচার করা হলেও এর মালিকানায় ডাক বিভাগের কোনো অংশগ্রহণ নেই। ৬২৬ কোটি টাকা লোকসান মাথায় নিয়ে শেয়ারবাজার থেকে তুলতে যাচ্ছে ৫১০ কোটি টাকা। গড়ে বছরে ১২৫ কোটি টাকার লোকসান কাটিয়ে লাভ করবে ২৮ কোটি টাকা, এমন আশাজাগানিয়া প্রতিবেদন শোভা পাচ্ছে নগদের প্রসপেক্টাসে। শেয়ার বাজার থেকে নগদ যে টাকা তুলবে, তা থেকে ৪০০ কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ করবে। বাকি ১১০ কোটি টাকা ব্যবহার করবে চলতি মূলধন হিসেবে।
০২:১২ এএম, ২২ মে ২০২৩ সোমবার