ভূগর্ভের পানি শেষের পথে!
তৃতীয় দফার হিট অ্যালার্ট চলছে। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। সুখবর নেই। গত এক সপ্তাহে হিটস্ট্রোকে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপদাহে ওষ্ঠাগত প্রাণ। বৃষ্টির দেখা নেই। খাল, বিল, নদী-নালা যেন মরুচর। ভূগর্ভের পানি দ্রুত নেমে যাচ্ছে নিচে। অগভীর-গভীর নলকূপ থেকে প্রয়োজনীয় পানি উঠছে না। সেচের পানি সংকটে বেকায়দায় কৃষক। ৫৪ বছর পর আরও ভয়াবহ চিত্র হলো- এ স্বল্পতার ধাক্কা লেগেছে সুপেয় পানিতেও। দক্ষিণাঞ্চলের ভূগর্ভে নোনা পানির অনুপ্রবেশ বাড়ছে।
০৩:৫৭ পিএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার