পেট্রোবাংলার দুর্নীতি, ‘তদন্ত’ কমিটির তদন্ত করবে কে?
ঘটনার মাঠ তৈরী করা হয়, তাতেই চলে নানান খেলা। তবে শেষ ফল আসে শূন্য। পেট্টোবাংলা। যখনই কোনো ‘তদন্ত কমিটি’ গঠনের প্রয়োজন তখনই ডাক পড়ে তাঁদের ক‘জনের। কারিগরি ও বিশেষজ্ঞ মতামতও নেয়ার বেলাতেও তা-ই। হৈ চৈ ছিল বড়পুকুরিয়া কয়লা খনি নিয়ে। কী ঘটেছিলো ? এরপর কী ঘটল। এখনও কী হচ্ছে পেট্রোবাংলায়। দুদক কেন্দ্রিক গড়ে উঠা ‘সিন্ডিকেট’ কী করছে। বিস্তারিত জানব আজকের প্রতিবেদনে।
০৮:২৩ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ রোববার