‘এদোন ঠান্ডা আর কয় দিন থাইকপে বাহে’
এদোন ঠান্ডা আর কয় দিন থাইকপে বাহে? আর সইয্য কইরবের পাং না! গাড়িত চইড়লে হাত-ঠ্যাং কাপে! ইনকামও কমি গেইছে! কথা গুলো বলছির্লেন কুড়িগ্রাম সদরের ঘোগাদহের ভ্যানচালক মকবুল মিয়া (৫০)। মকবুল মিয়ার মতো মাঘের হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সে-সঙ্গে উত্তরীয় হিমেল বাতাসে দূর্ভোগে রয়েছে জেলার ছিন্নমূল, খেটে-খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
০৯:২৫ এএম, ৩০ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার