থেমে গেল নিনজা-ডোরেমনের কণ্ঠস্বর
জনপ্রিয় কার্টুন চরিত্র নিনজা হাতোরি এবং ডোরেমন। শিশুদের মন জয় করা চরিত্র দুইটির ডাবিং আর্টিস্ট জুনকো হরি। কিংবদন্তি এ ডাবিং আর্টিস্ট মারা গেছেন। জনপ্রিয় কার্টুন নিনজা হাতোরি এবং ডোরেমন-এ কণ্ঠ দিয়ে তিনি বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন। তবে মন ভালো নেই নিঞ্জা ও ডোরেমন ভক্তদের। কারণ না ফেরার দেশে পাড়ি জমালেন এ চরিত্র দুইটির ভয়েস আর্টিস্ট জুনকো হরি।
০৩:৪০ পিএম, ২৭ নভেম্বর ২০২৪ বুধবার