শিল্পকলায় ‘হ্যাপি চাইনিজ নিউ ইয়ার’
শারীরিক কসরতের সঙ্গে শৈল্পিকতার নান্দনিক পরিবেশনায় চীনের শিল্পীরা তুলে ধরলেন তাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। অপেরা সঙ্গীত, অ্যাক্রোবেটিক, দলীয় নৃত্য, সর্পনৃত্যসহ নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনায় দেশটির জাতিস্বত্বার পরিচয় তুলে ধরে চায়নিজ শিল্পীরা। পরিবেশনার পরতে পরতে দেশটির শিল্পীরা চায়নিজ নববর্ষের পরিচিতি, চায়নিজ নববর্ষের ভিত্তি, চায়নিজ নববর্ষের কমন বিষয়সহ নানা ঐতিহ্য উপস্থাপন করে।
০৯:১৮ পিএম, ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার