‘মেকাপ’ নিয়ে রুপালি জগতে
পরিচালক সন্ধান করছিলেন একজন নতুন মুখের। আর স্বপ্নবাজ নিপা আহমেদ রিয়েলি খুঁজছিলেন একটি প্লাটফর্ম। দু’জনেই মিলে গেলেন এক বিন্দুতে। দেখা হলো, কথা হলো, মিটে গেল সব। তৈরি হলো চলচ্চিত্র ‘মেকাপ’ । শুক্রবার (১০ জানুয়ারি) সেটি মুক্তি পেল দেশের বিভিন্ন সিনেমা হলে। ব্যস নায়িকা বনে গেলেন এ তরুণী।
১১:৩২ এএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার