ঢাকা-১৭ আসন ও ৭৮ এলাকায় স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনসহ দেশের ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল আটটায় শুরু হয়ে ভোটগ্রহণ একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯, ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। ইসির তথ্যানুযায়ী, এ উপ-নির্বাচনের সাধারণ কেন্দ্রে ১৯ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র পাহারায় ২১ জনের পুলিশ ও আনসারের সমন্বয়ে ফোর্স নিয়োজিত রয়েছেন। তারা দায়িত্ব পালন করবেন ভোটের পরের দিন পর্যন্ত।
০৯:৩৯ এএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার