শেয়ার বাজারে সুবার্তা
ফ্লোর প্রাইস প্রত্যাহারের ধাক্কা আপাতত কেটে গেছে। ২৯ জানুয়ারি থেকে বাজারে সুবার্তা বইছে। গত আট কর্মদিবসে ডিএসইর সূচক উঠে দাঁড়ায় ৬ হাজার ৩৫২ পয়েন্টে। দেখা যায়, ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর ডিএসইর সূচক ২৩৯ পয়েন্ট পতনের পর সূচক বেড়েছে ২৫৫ পয়েন্ট। অর্থাৎ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর অনেক শেয়ারের বড় পতন হওয়ার পরও সূচক এগিয়েছে ১৬ পয়েন্ট। এদিকে গত মঙ্গলবার আরও ৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। এরমধ্যে গ্রামীণফোন, বিএটিবিসি ও রবি আাজিয়াটার ফ্লোর প্রাইস শর্ত সাপেক্ষে প্রত্যাহার হওয়ায় বাস্তবে এগুলোর ফ্লোর প্রাইস প্রত্যাহার এখনো কার্যকর হয়নি।
১০:৪৬ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার