Apan Desh | আপন দেশ

সাবেক এমপি

রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

সাবেক এমপি ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ অক্টোবর) সকালে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর কারাগারে আটকে রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার (২১ অক্টোবর) রাতে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। পরে রাজধানীর মিরপুর মডেল থানায় করা যুবদল নেতা হৃদয় মিয়া হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১১:০৩ এএম, ২৭ অক্টোবর ২০২৪ রোববার

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেফতার

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেফতার

মোহাম্মদপুর থানা পুলিশ সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করে। অভিযোগ রয়েছে, জাকির হোসেনের মিন্টো রোডের সরকারি বাসভবন ঘুষ লেনদেনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত। সেখানে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন নিয়োগ ও প্রকল্পের জন্য ঘুষের টাকা আদান-প্রদান হতো। তার স্ত্রী ও ভাগিনাসহ নিকট আত্মীয়রা ছিল দুর্নীতির মাধ্যম। গত বছরের ডিসেম্বরে বাধ্য হয়ে ঘুষের টাকা ফেরতও দিতে হয়েছিল জাকির সিন্ডিকেটকে।

০৬:৪৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement