লোকসানি ক্রাফটসম্যানকে লাভজনক দেখাতে পদে পদে ফাঁকি
চিড়েচেপ্টা বিনিয়োগকারীদের নতুন আতঙ্কের নাম ক্রাফটসম্যান। বাধাবিহীন আসছে শেয়ার বাজারে। তালিকাভুক্ত হওয়ার জন্য যে সব প্রতিষ্ঠান ও কর্তার কাছে ফাইল যায় প্রায় সব টেবিল পার করেছে। নিষ্ঠার সঙ্গে সহযোগিতা করছে অডিটর, ইস্যু ম্যানেজার, প্লেসমেন্টধারী শেয়ারহোল্ডারগণ। এজন্য ব্যবহার করা হয়েছে ওজনদার টেলিফোন...। ফলে পদে পদে ভুল তথ্য ও ফাঁকি দেয়া গোজামিলের আর্থিক প্রতিবেদনে চোখ বুলানোর দুঃসাহস দেখাচ্ছে না রাষ্ট্রীয় দায়িত্বের কেউই। এ বাজারে কালের সাক্ষী শাকিল রিজভী। তিনি বলেন, প্রসপেক্টাস দেখলেই বোঝা যায়, কোম্পানিটি আর্থিক প্রতিবেদনে গোজামিল দিয়েছে। ক্রাফটস্যান প্রকৃতপক্ষে কোনোভাবেই লাভে নেই। সবারই উচিত এ ধরনের বাজে কোম্পানিকে শেয়ার বাজারে তালিকাভুক্তিতে বাধা প্রদান করা।
১০:৫৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৪ সোমবার