ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, বেতনের ২৪ লাখ টাকা ফেরত চাইল ব্যাংক
ভুয়া মুক্তিযোদ্ধার ছেলের চকরিটা গেলো প্রথমে। এবার ফেরত দিতে হচ্ছে উত্তোলিত টাকা। আর টাকা পরিশোধ না করলে সম্পত্তি উঠবে নিলামে। এমনটি হয়েছে বরগুনার পাথরঘাটায়। সোনালী ব্যাংকের পাথরঘাটা শাখায় ক্যাশ অফিসার পদে ২০১৫ সালের ৫ জুলাই যোগদান করেন সোহাগ সমদ্দার। তিনি এ চাকরি পেয়েছিলেন মুক্তিযোদ্ধা কোটায়। পরে জানা যায়, সোহাগ সমদ্দার তার বাবা নিত্যানন্দ সমদ্দারের নামে যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দাখিল করেছিলেন তা ভুয়া।
০২:৫২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার