ঈদ খরচ আয়কর রিটার্নে দেখাতে হবে
ঈদে ১৫ লাখ টাকায় ছাগল কোরবানী দিয়ে চোখে দিয়েছেন এনবিআরের মতিউর রহমানের ছেলে। মতিউর রহমানের মতো অনেকেই ঈদে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন, কিন্তু আয়কর নথিতে তা দেখান না। এনবিআর চায়, এসব ব্যয়ের হিসাব আয়কর বিবরণীতে করদাতারা সঠিকভাবে উল্লেখ করুন। এতে আয়কর ফাঁকি রোধ হবে এবং কর ব্যবস্থা আরও স্বচ্ছ হবে। এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।
০৬:২৪ পিএম, ৩১ মার্চ ২০২৫ সোমবার