Apan Desh | আপন দেশ

খাদ্য

গাজায় তীব্র খাদ্য শঙ্কটের শঙ্কা

গাজায় তীব্র খাদ্য শঙ্কটের শঙ্কা

ফিলিস্তিনের গাজায় তীব্র খাদ্য শংকটের সম্ভাবনা রয়েছে। বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি। বুধবার (১৬ অক্টোবর) বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। লাজারিনি বলেন, গাজায় আবার দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের ফলে বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে গেছে। সেখানে সত্যিকারের ঝুঁকি তৈরি হয়েছে। আমরা এমন একটি পরিস্থিতিতে প্রবেশ করছি যেখানে দুর্ভাগ্যবশত আবারও দুর্ভিক্ষ বা তীব্র অপুষ্টির সম্ভাবনা রয়েছে। আসন্ন শীত এবং গাজার সাধারণ মানুষের দুর্বল প্রতিরোধ ব্যবস্থা সব মিলে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। ত্রাণ বিতরণের বিষয় উল্লেখ করে লাজারিনি বলেন, গত দুই থেকে তিন সপ্তাহে গতকাল ছাড়া গাজার উত্তরে কোনো ত্রাণ প্রবেশ করেনি।

১১:১৭ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement