Apan Desh | আপন দেশ

মহাসমাবেশ

মহাসমাবেশে এসে গ্রেফতার চট্টগ্রামের বিএনপি নেতার কাশিমপুর জেলে মৃত্যু

মহাসমাবেশে এসে গ্রেফতার চট্টগ্রামের বিএনপি নেতার কাশিমপুর জেলে মৃত্যু

২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশে এসেছিলেন চট্টগ্রাম মহানগরের মোহরা ওয়ার্ড বিএনপির সহসভাপতি গোলাপুর রহমান। পণ্ড হওয়ার পর মহাসমাবেশ থেকে্ে পুলিশ তাকে গ্রেফতার করে। আদালতের মাধ্যমে রাখা হয় ঢাকার কাশিমপুর কারাগারে। আজ শনিবার (২৫ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বন্দিদশায়। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুর কারাগার থেকে টেলিফোনে বিষয়টি গোলাপুর রহমানের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। গোলাপুর রহমানের পরিবারের বরাত দিয়ে ইদ্রিস আলী জানান, কাশিমপুর কারাগারের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, দুপুর ২টার দিকে গোলাপুর রহমান কারা সেলে অসুস্থ বোধ করেন। তাকে কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ গ্রহণের জন্য পরিবারের সদস্যদের কাশিমপুর কারাগারে যেতে বলা হয়েছে। তিনি জানান, পিতার মৃত্যুর খবর পেয়ে গোলাপুর রহমানের সন্তানেরা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ইদ্রিস আলী জানান, এ ঘটনায় চট্টগ্রামে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর গভীর শোক জানিয়েছেন। তিনি জানান, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় এসেছিলেন গোলাপুর রহমান। মহাসমাবেশের আগের দিন সন্ধ্যায় চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম এবং গোলাপুর রহমানসহ সাত জনকে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে থেকে পুলিশ গ্রেফতার করেছিল। এরপর থেকে তারা কাশিমপুর কারাগারে ছিলেন। আপন দেশ/এবি

১২:০৩ এএম, ২৬ নভেম্বর ২০২৩ রোববার

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

সরকারের পদত্যাগের একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্য অনুষ্ঠান শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনা করছেন আয়োজক সংগঠন মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব আমিনুল হক।মঞ্চে আছেন, বিএনপির ভাইস চেয়ারমম্যান আব্দুল আওয়াল মিন্টু, আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, নিতাই রায় চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য- শামসুজ্জামাদ দুদু, আতাউর রহমান ঢালি, অ্যাডভোকেট ফজলুর রহমান।

০১:১৩ পিএম, ২৮ অক্টোবর ২০২৩ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement