ইমরান সমর্থিত স্বতন্ত্ররাই এগিয়ে
রেকর্ড মূল্যস্ফীতি, বেকারত্ব আর নিরাপত্তাসহ নানামুখী সংকটে জর্জরিত পাকিস্তান। এর মধ্যেই জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। এর ২৪ ঘণ্টা পারও হয়েছে। এখনও পূর্ণাঙ্গ ফলাফল আসেনি। এর মাধ্যমেই দেশটির ক্ষমতায় বসবে নতুন সরকার। আগামী পাঁচ বছরের জন্য। দেশটির ভোটর সংখ্যা প্রায় ১৩ কোটি। যার একটা বড় অংশ তরুণরা। তবে পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খান কারাবন্দি থাকায় নির্বাচন উৎসবমুখর হচ্ছে না। বেশ অস্বস্তিতেই রয়েছেন সেখানকার নাগরিকরা। দেশটির রাজনীতি এতটাই মেরুকরণ হয়ে গেছে যে, এ নিয়ে মতানৈক্যের ঘটনায় নিজের সন্তানকে পর্যন্ত হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
০৫:২৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার