চিন্ময়সহ ইসকনের অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা জমা
সনাতন ধর্মীয় সংগঠন ইসকনের ২০২টি ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা বিপুল পরিমাণ অর্থ নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ তদন্ত করছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। এদিকে তদন্তে বেরিয়ে এসেছে, ইসকনের ২০২টি ব্যাংক অ্যাকাউন্টে ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা হয়। তবে ২৯ নভেম্বর পর্যন্ত ২২৩ কোটি ৭৩ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। ফলে বর্তমানে আর ১২ কোটি ৯৪ লাখ টাকা অবশিষ্ট রয়েছে।
১০:৩২ এএম, ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার