সংবিধান কবর দেয়ার কথায় কষ্ট লাগে: মির্জা আব্বাস
একাত্তর সালে যুদ্ধ কি অন্যায় প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছি। ফ্রন্ট লাইনে অংশ গ্রহন করেছি সামনা-সামনি… আমার সামনে বহু সহকর্মী মারা গেছে আমার বন্ধুবান্ধব… মোট মারা গেছে প্রায় তিন লক্ষ। শহীদের রক্তের ওপর দিয়ে লেখা যে সংবিধান সে সংবিধানকে যখন কবর দেয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। আমরা তোমাদের সিনিয়র হিসেবে, তোমাদের অগ্রজ হিসেবে আমরা কষ্ট পাই যে, এটা কি করছে? এইভাবে কথা বলাটা ঠিক হলো? এ সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য।
০৬:২৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪ রোববার