নারায়ণগঞ্জে হত্যা মামলায় হাসিনা, শামীম ওসমানসহ আসামি ৬২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জে গুলিতে এক মাছ বিক্রেতার মৃত্যুর ঘটনায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে৷ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৬২ জনকে আসামি করে এ হত্যা মামলা দায়ের করা হয়৷ নিহত মাছ বিক্রেতা মো. মিলনের স্ত্রী মোসাম্মত শাহনাজ রোববার (১৮ আগষ্ট) মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন বলে ওসি আবু বক্কর সিদ্দিক জানান।
১২:৪৪ পিএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার