ডুম্বুর বাঁধ অভিমুখে ছাত্র-জনতার লংমার্চ শুরু
ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে লংমার্চ শুরু হয়।
বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে ১০টি ট্রাকে করে তারা যাত্রা শুরু করে।
এরপর দুপুর ২টায় কুমিল্লার চান্দিনায় জুমার নামাজ ও পথসভা করে বিকাল ৪টায় কুমিল্লার টাউন হলে সার্বভৌম সমাবেশ ও বিবির বাজার সীমান্তের দিকে পদযাত্রা করবে তারা। সন্ধ্যা ৬টায় লংমার্চে অংশ নেওয়া ছাত্র-জনতা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে।
লংমার্চে ছাত্র জনতা ‘দিল্লী না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘গোলামী না ইনকিলাব-ইনকিলাব ইনকিলাব’, ‘বন্যায় যখন মানুষ মরে-আবরার তোমায় মনে পড়ে’, ‘স্বর্ণা দাস মরলো কেন-খুনী মোদী জবাব দে’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে স্লেগান দেন।
১১:২৯ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার