তেঁতুলিয়া যেন একখন্ড নেদারল্যান্ড
বাহারি প্রজাতির ভিনদেশি নজরকাড়া টিউলিপে মজেছে পর্যটকরা। ভ্রমন ও বনভোজনে গিয়ে ছুটছেন টিউলিপের রূপ সৌন্দর্য উপভোগ করতে। গত চার বছর ধরে শীতকালিন দেশের নেদারল্যান্ডের উচ্চ মূল্যের ফুল আবাদ হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত গ্রাম দর্জিপাড়া। টিউলিপ ঘিরে একখন্ড নেদারল্যান্ড হয়ে উঠেছে গ্রামটি। পাশাপাশি উত্তরের এ পর্যটন শিল্প অঞ্চলে যোগ হয়েছে নতুনমাত্রা।
১০:৩৩ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার