গরমে ত্বকের যত্নে পাকা পেঁপে
পেঁপে কমবেশি আমাদের সকলেরই প্রিয়। এটি শরীরের জন্য যেমন উপকারী, তেমনি রূপচর্চায়ও কাজেও এ কদর রয়েচে। প্রতিদিনের রূপচর্চায় পাকা পেঁপে ব্যবহার করলে ত্বক শুধু উজ্জ্বলই নয়, ত্বকের নানান সমস্যাও দূর করে। সপ্তাহে ৩-৪ বার পেঁপের নরম পাকা অংশ হাতের তালুতে চটকে নিয়ে মুখে, ঘাড়ে, হাতে ও পায়ে ভালো করে মেখে নিন। কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কাজ করবে।
১০:৩৭ এএম, ৮ জুন ২০২৪ শনিবার