মনিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন
ভারতের মণিপুরে জারি হলো- রাষ্ট্রপতি শাসন। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে সম্প্রতি পদত্যাগ করেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। রোববার (০৯ ফেব্রুয়ারি) ইস্তফা দেন তিনি। আর দুই দিন পর বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাজ্যটিতে জারি হলো রাষ্ট্রপতি শাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে ইস্তফাপত্র জমা দেন বীরেন সিংহ। উত্তর-পূর্ব ভারতের জন্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিৎ পাত্র বীরেন সিংয়ের ইস্তফার পরই মণিপুর পৌঁছেছিলেন৷ গোটা পরিস্থিতি ব্যাখ্যা করতে রাজ্যপাল অজয় কুমার ভল্লার সঙ্গেও দেখা করেছিলেন সম্বিৎ পাত্র৷
১০:১১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার