শুক্রবারের বইমেলা: সকাল শিশুদের, বিকেল ছিল বড়দের
মেলা শুরুর পর থেকে শুক্রবারের (০৭ ফেব্রুয়ারি) অপেক্ষায় ছিলেন প্রকাশকরা৷ কর্মব্যস্ততাকে ছুটি দিয়ে সপরিবারেই বইপ্রেমীরা এমন দিনে মেলায় ছুটে আসে। ছুটির দিনে মেলা লোকে লোকারণ্য হবে, স্টল ও প্যাভিলিয়নের সামনে পাঠকদের জটলা থাকবে এমন আশায় বুক বেঁধে অপেক্ষায় থাকা দিনটি এলো আর প্রকাশকদের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তিও ঘটালো। পাঠকরা এলেন, মেলাকে উৎসবমুখর করে তুললেন এবং প্রিয় লেখকের পছন্দের বই কিনেই বাড়ি ফিরলেন এমন দৃশ্যই লক্ষণীয় ছিলো অমর একুশে বইমেলার সপ্তম দিন শুক্রবার।
১০:২৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার