ফের ইউনূস সরকারকে খোঁচা দিল শাওন
রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক হয়েছিলেন গত ৬ ফেব্রুয়ারি। পরদিন ছাড়াও পেয়েছেন। মাস গড়ানোর পর ফের সরকারকে কোচা দিলেন এ অভিনেত্রী। লিখেছেন ভাতরীয় গণমাধ্যম আননন্দ বাজারে। এমন দমবন্ধ করা, সব কিছু অবরুদ্ধ করা পহেলা বৈশাখ দেখিনি, কখনও দেখব বলে আশাও করিনি বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী, আইন উপদেষ্টা আসিফ নজরুলের শাশুড়ী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
০১:১৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৫ সোমবার