মূল্যস্ফীতি বাড়ছেই, মুদ্রানীতি প্রয়োগ নিয়ে প্রশ্ন
মূল্যস্ফীতির লাগাম ধরতে ঘোষণা করা হয় মুদ্রানীতি। আশা করা হয়, মুদ্রানীতি প্রয়োগে নিত্যপণ্যের দাম কমবে। কিন্তু সে আশায় গুড়েবালি। নভেম্বর-ডিসেম্বর মূল্যস্ফীতি কিছুটা কমেছিল। তবে ভোটের পর জানুয়ারি থেকে ফের বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রানীতি ছিল কৌশলগত। ভোট কেন্দ্রিক। মূল্যস্ফীতিই নিয়ন্ত্রণে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হবার পরামর্শ দিয়েছেন তারা। গত জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশে। ২০২৩ সালের অক্টোবরের পর এটিই সর্বোচ্চ মূল্যস্ফীতি। শহর ও গ্রাম দু’জায়গাতেই মূল্যস্ফীতি বেড়েছে।
০৭:০০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার