গাঁজা না দেয়ায় খুন, দাফনের ৩৮দিন পর মরদেহ উত্তোলন
কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের প্রায় ৩৮ দিন পর কবর থেকে তোলা হলো এক ট্রাকচালকের মরদেহ। নিহতের নাম তরিকুল শেখ (৩২)। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া বাইতু্ল মামুর কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তরিকুল শেখ একই এলাকার ছাবদুল শেখের ছেলে।
০৪:১৭ পিএম, ২২ জানুয়ারি ২০২৫ বুধবার