ছায়ানটে দুটিনের শুদ্ধ সংগীতের আসর
শুদ্ধস্বরের মায়াজালে দর্শক শ্রোতাদের মুগ্ধ করলো শিল্পীরা। সুরের সুধায় ধ্যানমগ্ন হলো শুদ্ধসঙ্গীতের অনুরাগীরা। পৌষের সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীতের ধ্রুপদী সুষমা ছড়িয়ে দিয়ে যাদুকরী পরিবেশ তৈরি করেন শিল্পীরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ছায়ানট আয়োজিত দুইদিনের শুদ্ধসঙ্গীতের উৎসবের উদ্বোধনী সন্ধ্যাটা এমনই ছিলো।
০৮:০৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার