ব্রাহ্মণ-কন্যা বিদ্রোহিনী উমা কাজী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সেবিকার যত্নে,মায়ের স্নেহে আগলে রেখেছিলেন যিনি, তিনি উমা কাজী। এ ব্রাহ্মণ-কন্যাটি ছিলেন কবির পুত্র কাজী সব্যসাচীর স্ত্রী, বিদ্রোহী কবি নজরুলের পুত্রবধূ। তিনি ছিলেন উমা মুখোপাধ্যায়। হিন্দু ও ব্রাহ্মণ পরিবারের কন্যা হয়েও মুসলিম পরিবারের পুত্রবধূ হয়েছিলেন ! সে অনেক বছর আগে। উমার বাবা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং মা বাদলা মুখোপাধ্যায়। জন্ম বর্ধমানের কাটোয়া অঞ্চলে।
০১:১৭ পিএম, ২৮ এপ্রিল ২০২৫ সোমবার