পদত্যাগ করতে চাওয়ায় পলককে থাপ্পর মারে কাদের
স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে শেখ হাসিনা নিজেই দায়ী। তবে তাকে উসকে দিয়েছিলেন আওয়ামী লীগের হাফডজন নেতা। এরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়।
পদত্যাগ করতে চাওয়ায় মন্ত্রীর মারপিটের শিকার হয়েছিলেন প্রতিমন্ত্রী ।
গণঅভুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালায়। এর পর গ্রেফতার হয় অনেক মন্ত্রী, নেতা আমলা। তারা রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) এসব তথ্য দেন। গ্রেফতারের পর রিমান্ডে নেয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতোমধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে। ডিব সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
০৯:৪৪ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার