গরুর চামড়া পানির দরে, ছাগলেরটা ফেলেছে ডাষ্টবিনে
দেশের বাজার সকল পণ্যের দাম বেড়েছে। কোনটি দ্বিগুণ কোনো পণ্যের দাম তার চেয়েও বেশি। কিন্তু বাড়েনি মানুষের শ্রমের দাম আর কোরবানির পশুর চামড়ার দাম। কোরবানিদাতা নিজে চামড়া বিক্রি করতে না পেরে দিয়েছেন মসজিদ বা এতিমখানায়। আর সেখান থেকে কিনেছেন মৌসুমী ব্যবসায়িরা। গত বছরের মতো এবাররও পানির দামে বিক্রি হয়েছে পশুর চামড়া। এদিকে গত কয়েক বছরের মতো এবারও ছাগল ও খাসির চামড়ার কোনো ক্রেতা পাওয়া যায়নি। ক্রেতা না পেয়ে অনেকেই রাজধানীর বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় এসব চামড়া রেখে যান। তবে ক্রেতা না থাকায় মসজিদ-মাদ্রাসা লোকজনও এসব চামড়া ফেলে দিয়েছেন।
১২:৪৮ এএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার